ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে পুলিশি বাধা, আহত ২৫

চান্দিনা  (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনঃবহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এসময় অন্তত ২৫ ছাত্রী আহত হন। রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের আন্দোলন।
আহতদের মধ্যে কলেজ ছাত্রী সাফিয়া আক্তার, রোকেয়া আক্তার, মনিরা, মাহমুদা, তানজিনা এর নাম জানা যায়।
চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী তন্নী, তানিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় উপজেলা সদরের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এর নাম অর্ন্তভূক্ত হওয়ার পর একটি মহল আমাদের কলেজের নাম পরিবর্তন করে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বের দোল্লাই নবাবপুর কলেজের নাম নির্ধারণ করেন।
আমাদের কলেজের নাম পুনঃবহালের দাবিতে আমরা ছয়দিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কলেজ থেকে একটি মৌন মিছিল নিয়ে বের হলে চান্দিনা থানা পুলিশ আমাদের বাধা দেয়। প্রায় এক ঘণ্টা পুলিশের বাধার মুখে আমরা রাস্তায় অবস্থান করি। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌঁছলেই পুলিশসহ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের লাঠিপেটাসহ শারীরিক নির্যাতন করে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে কর্মরত ডাক্তার বলেন, আহত অন্তত ২৫ ছাত্রীকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৮জনকে ভর্তি দেয়া হয়েছে, অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা চলছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, এখন ব্যস্ত। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার পর কথা বলবেন বলে তিনি জানান।
ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

চান্দিনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে পুলিশি বাধা, আহত ২৫

আপডেট সময় ১২:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬
চান্দিনা  (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনঃবহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এসময় অন্তত ২৫ ছাত্রী আহত হন। রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের আন্দোলন।
আহতদের মধ্যে কলেজ ছাত্রী সাফিয়া আক্তার, রোকেয়া আক্তার, মনিরা, মাহমুদা, তানজিনা এর নাম জানা যায়।
চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী তন্নী, তানিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় উপজেলা সদরের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এর নাম অর্ন্তভূক্ত হওয়ার পর একটি মহল আমাদের কলেজের নাম পরিবর্তন করে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বের দোল্লাই নবাবপুর কলেজের নাম নির্ধারণ করেন।
আমাদের কলেজের নাম পুনঃবহালের দাবিতে আমরা ছয়দিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কলেজ থেকে একটি মৌন মিছিল নিয়ে বের হলে চান্দিনা থানা পুলিশ আমাদের বাধা দেয়। প্রায় এক ঘণ্টা পুলিশের বাধার মুখে আমরা রাস্তায় অবস্থান করি। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌঁছলেই পুলিশসহ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের লাঠিপেটাসহ শারীরিক নির্যাতন করে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে কর্মরত ডাক্তার বলেন, আহত অন্তত ২৫ ছাত্রীকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৮জনকে ভর্তি দেয়া হয়েছে, অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা চলছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, এখন ব্যস্ত। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার পর কথা বলবেন বলে তিনি জানান।