চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের বিচুন্দাইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন প্রকাশ আরমান (৩৫) ওই গ্রামের হাফেজ আবু তাহের এর ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) স্বপন কুমার দাশ জানান, মাদক মামলার এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ও ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী বিল্লাল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয়।