মোঃ তরিকুল ইসলাম তরুন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর বাজারে বুধবার দুপুরে দুই শতাধিক গ্রাহকের উপস্থিতিতে সামাজিক দূরুত্ব বজায় রেখে আনন্দঘন পরিবেশে সোশ্যাল ইসলামী ব্যাংকের আয়োজনে এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
মিসেস ফাতেমা আক্তারের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ফিতা কেটে শুভউদ্বেধন করেন প্রধান অতিথি ইলিয়াটগঞ্জ বাজার শাখার ব্যাবস্থাপক মোঃমোশারফ হোসেন ভুইয়া,(এফএভিপি), এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা বাবু তপন বকসী, পৌর মেয়র মোঃমফিজুল ইসলাম,কুমিল্লার একমাত্র অনলাইন টিবি কুমিল্লা টিবির সম্পাদক মোঃওমর ফারুক মিয়াজি,১১ নং দৌল্লাই নবাবপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।