চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় তারেক ইসলাম (২০) নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া-নাওতলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় তার আপন বড় ভাই তুহিন আহমেদ ও খালাতো ভাই তানভীর আহমেদ।
নিহত তারেক ইসলাম চান্দিনার মহারং গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম এর ছেলে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিহত তারেক এর ভাই আহত তুহিন জানান, মোটরসাইকেল যোগে তারা তিনজন মাধাইয়ার নাওতলা এলাকার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল, মাঝে বসে তানভীর আর পিছনে তারেক। এ সময় পিছন দিক থেকে ছেড়ে আসা একটি হিউমেন হোলার (লেগুনা) ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
এদিকে আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত ডাক্তার না থাকায় দায়িত্বে থাকা সহকারীরা প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে খবর পেয়ে চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, পৌর কাউন্সিল কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, জয়নাল আবেদীনসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শোকাহত পরিবারের সমবেদনা জানান।