চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাহজালাল জানান, ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারীকে চাপা দিয়ে সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও এক পথচারী নিহত হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়গঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) মাহফুজুর রহমান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।