কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় ১০ কেজি গাঁজা সহ নিপা আক্তার মুন্নী (২৬) ও লাকী আক্তার (১৯) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রæয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- খুলনা জেলার খালিশপুর গ্রামের কহিনূর মোড় এলাকার চুন্নু মিয়ার মেয়ে নিপা আক্তার মুন্নী (২৬)। সে রাজধানীর মিরপুর এলাকায় ভাড়ায় বসবাস করে। অপরজন হলো- ময়মনসিংহ জেলার ধোবাউড় থানার কোয়ারপাড় এলাকায় ইউসুফ মিয়ার মেয়ে লাকী আক্তার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) লক্ষণ চন্দ্র বর্মন কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১১-০১৮৪) বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ৩টি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।