মোঃনাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
রোজ রবিবার, ২৮ জুন ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চান্দিনা উপজেলায় ১০টি পেট্রোলবোমা ও ১২টি ককটেলসহ ওয়াকিলুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা-চট্র্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মৎস্য খামারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১১ এর একটি দল।
ওয়াকিলুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিবাগ এলাকার মবিনুর রহমানের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশিদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি টহল দল গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে তাকে চান্দিনা মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে থেকে ওয়াকিলুরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল পাওয়া যায়। রোববার সকাল ৯টায় র্যাব-১১ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেন।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, র্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেছে। আরো তথ্যের জন্য রিমান্ডের আবেদনের জন্য তাকে আদালতে নেওয়া হচ্ছে।