মো: মাসুম মুন্সী, স্টাফ রির্পোটারঃ
রোজ মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চান্দিনা উপজেলায় ইয়াবা-হাতকড়া-ওয়্যারলেসসহ ডিবি অফিসার পরিচয়ধারী এক প্রতারককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটক মতিউর রহমান নজরুল (৩২) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আতিবপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সন্ধ্যা পৌঁনে সাতটায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হাত কড়া ও একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, নজরুল নিজেকে ঢাকা গোয়েন্দা পুলিশের অফিসার বলে দাবি করেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় প্যান্টের পকেট থেকে এসব উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন জেলা-উপজেলা শহরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার সময় মানুষকে তারা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে অচেতন করে সব কিছু লুটে নেয়। পরে অচেতন ব্যক্তিকে অন্যত্র ফেলে যায়। পাশাপাশি কক্সবাজার, টেকনাফ বা চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় রাজধানীতে সরবরাহের জন্য তারা ইয়াবা নিয়ে আসে। সোমবারও তারা একই ভাবে পাঁচ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসে। তাদের সঙ্গে থাকা চারজন মাইক্রোবাসে করে ঢাকায় ফিরে গেছেন।