চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের কমিটি গঠন করা হয়েছে।
১১ নভেম্বর (সোমবার) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন সরকার এবং সদস্য সচিব রাজিব মুন্সি স্বাক্ষরিত ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে চান্দিনা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফাকে সভাপতি এবং মাইজখার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট্য উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাবেক পৌর কাউন্সিলর দৌলতুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, শহিদুল ইসলাম মেম্বার, কবির হোসেন, মো. আবু সুফিয়ান ও আব্দুল মালেক কে সহ-সভাপতি করা হয়। এছাড়া যোবায়ের ভূইয়া, আব্দুল বারেক মেম্বারকে ইসলাম টিটুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিল্লাল হোসেন ভ‚ইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী দুই বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।