আন্তর্জাতিক ডেস্কঃ
বহুমাত্রিক জে-১০সি যুদ্ধবিমানটি নির্মাণ করেছে চীন। যার ২৫টি কিনেছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। যার পাল্টা জবাবে পাকিস্তান তাদের দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, ২০২২ সালের ২৩ মার্চ পাকিস্তানের আগামী প্রজাতন্ত্র দিবসের সামরিক মহড়ায় বিমানগুলো যোগ দেবে। সেই অনুষ্ঠানে জে-১০সি যুদ্ধবিমানগুলোর ফ্লাইপাস্ট হবে। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন ভিআইপি অতিথি যোগ দেবেন।
চীনের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমানগুলোর একটি জে-১০সি। যা যে কোনো আবহাওয়ায় ভূমিকা রাখতে সক্ষম। পাকিস্তান ও চীনের গত বছরের ২০ দিনের যৌথ মহড়ায় যুদ্ধবিমানটি অংশ নিয়েছিল। তখন পাকিস্তানের বিশেষজ্ঞরা বিমানগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন।
পাঁচ বছর আগে বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬এস যুদ্ধবিমান থাকা সত্ত্বেও আকাশ প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে পাকিস্তান তৎপর হয়ে ওঠে।