আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় গ্লোবাল টাইমস।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে উরুমকির তিয়ানশান জেলার একটি আবাসিক ভবনে আগুন লাগে। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়েছে।
আগুনে গুরুতর দগ্ধ আরও নয়জন বর্তমানে আশঙ্কামুক্ত। সেখানে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শিথিল সুরক্ষা ব্যবস্থা, দুর্নীতি, কর্মকর্তাদের অবহেলা ও আইনের সঙ্গে সম্পূর্ণ সম্মতির অভাবের কারণে চীনে আগুন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এই সপ্তাহে মধ্য চীনের আনিয়াং শহরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আগুন ছড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক ওয়েল্ডিং করা শ্রমিকদের দায়ী করে।