আন্তর্জাতিক :
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।
একইসঙ্গে বেড়েছে আক্রান্ত সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন তিন হাজার ১৪৩ জন নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে। এর মধ্যে চার হাজার ৮০০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সরকারি কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৬৩৬ জন হয়েছে। এর মধ্যে শুধু হুবেই শহরেই মারা গেছেন ৬১৮ জন। এছাড়া শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নতুন আক্রান্ত সংখ্যা বেড়েছে তিন হাজার ১৪৩ জন।
বর্তমানে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে নভেল করোনাভাইরাস। এই রোগের শুরু চীনে। দেশটির মধ্যাঞ্চলের প্রাদেশিক রাজধানী শহর উহানে এর আবিষ্কার। এরপরই মহামারি আকার ধারণ করে দেশটিতে। এছাড়া রোগটি এখন ছড়িয়ে গেছে বিশ্বের ২৪ টিরও বেশি দেশে।