অন্তর্জাতিক ডেস্কঃ
চীনের পূর্বাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো আহত হয়েছে তিন জন। দেশটির পক্ষ থেকে শনিবার এই তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি গ্যাস লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটে।
এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতে শানডং প্রদেশের একটি পার্লাইট কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় নিহত পাঁচ শ্রমিকের সকলেই কিংঝউ নগরীর ওই কারখানায় ছিল।
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রাথমিক তদন্তে তরলীকৃত গ্যাসের লাইন ফুটো হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।’
বিবৃতিতে বলা হয়, কোম্পানির এক কর্মকর্তাকেও স্থানীয় কর্তৃপক্ষ আটক করেছে।