আন্তর্জাতীক ডেস্কঃ
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় একটি নগরীতে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয়জন নিহত ও প্রায় ২শ’ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বুধবার দুপুরের পর লিয়াওনিং প্রদেশের কায়িউয়ানে টর্নেডো আঘাত হানে। এতে অনেক গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায় এবং অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। টর্নেডোর আঘাতে কিছু দেয়াল ধসে পড়ে।
কায়িউয়ান জন নিরাপত্তা ব্যুরো জানায়, এ শক্তিশালী টর্নেডোর আঘাতে ১৯০ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।