অন্তর্জাতিক ডেস্কঃ
চীনে দাবানল নেভাতে গিয়ে ৩০ দমকল কর্মীর প্রাণ গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, সিচুয়ানের ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭শ’ দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত ওই দাবানল বিস্তৃত ছিল উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছে।
রবিবার বিকেলে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দমকলকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।-স্ট্রেইট টাইমস