আন্তর্জাতিক ;
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে ৯৭ জনের। এরমধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।
হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৮ জন।
এর আগে শনিবার (০৮ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এরমধ্যে ৮১ জন হুবেই প্রদেশের।
২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চীনের বাইরেও ২৫টির বেশি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।