জাতীয় ডেস্কঃ
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার (৩১ জুলাই) রাজধানীর রাডিসন হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চীন দূতাবাস। অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিসহ ৫০০ জন অতিথি অংশগ্রহণ করেন। চীন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় চীনের সিনিয়র কর্নেল ঝং ওয়ে গত কয়েক বছরে চীন ও বাংলাদেশের মধ্যকার সামরিক সহযোগিতায় দৃঢ় ও দ্রুত অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। চীন ও বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
একইসঙ্গে সিনিয়র কর্নেল ঝাঙ ওয়েই চীনের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, যে কোনো বিতর্কের ব্যাপারে সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে কথোপকথন ও পরামর্শের মাধ্যমে সমাধান করা উচিত। তিনি আরও বলেন, এ বিষয়ে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগ না দেওয়া।