বিনোদন ডেস্কঃ
ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে তৃতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা ববি। যেখানে তিনি নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও এই পর্যন্ত আসার গল্প জানাবেন দর্শকদের।
সিনেমা করার জন্য নাকি তাঁকে মারও খেতে হয়েছে আমাকে। তবে কাজের প্রতি সত্, আন্তরিক ববি শুরু থেকেই চেয়েছেন কম চলচ্চিত্রে কাজ হলেও প্রতিটি চলচ্চিত্রের সব দৃশ্যই যাতে তাঁর সেরা কাজ হয়।—এ সবকিছু ববি জানিয়েছেন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে। সাকিব সনেটের পরিচালনা ও প্রযোজনায় ‘নোলক’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে।
ববি জানান, শুধু নোলক কিংবা এ ছবির শিল্পীদেরই নয়, তাঁর অভিনন্দন ও দোয়া থাকবে অন্য দুই ছবির পরিচালক মালেক আফসারী, অনন্য মামুন, নায়িকা বুবলী, স্পর্শিয়াসহ সবার জন্য। নিজের বিয়েতে নোলক পড়তে চান ববি। সেইসাথে জানান, নোলক চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে ভারতের রেকর্ড সৃষ্টিকারী ব্যবসাসফল চলচ্চিত্র ‘বাহুবলী’র ঘোড়া চালাতে হয়েছে তাঁকে। হায়দ্রাবাদে শুটিংয়ের সময় ঘোড়ার গাড়ির সঙ্গে একজন প্রশিক্ষকও ছিলেন।