খেলাধূলা ডেস্কঃ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলের মিশরীয় সেনসেশন মোহাম্মদ সালাহকে। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এই ইনজুরি মিশরের জন্য নতুন এক ভাবনা তৈরি করল।
খেলার ২৫ মিনিটে রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোসের বাজে ট্যাকলে চোট পান সালাহ। পড়ে গিয়ে বেশ খানিক্ষণ মাঠেই শুয়ে কাতরাচ্ছিলেন। এরপর খানিক্ষণ মাঠেই চলে চিকিৎসা। কিন্তু তাতে লাভ হয়নি। পরে ক্লাব ফিজিও এসে পরীক্ষার পর মাঠ ছাড়েন সালাহ। মাঠ ছাড়ার সময় কাঁদছিলেন মিশরকে বিশ্বকাপে তোলার অন্যতম এই কারিগর। তাকে সান্ত্বনা দেয়ার ভাষাও যেন খুুঁজে পাচ্ছিলেন না অন্যরা।