কুমিল্লা প্রতিনিধিঃ
সৌদি আরবের রিয়াদের সানাইয়াতে স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন আলাউদ্দিন ভুঁইয়া (৪০) নামের চৌদ্দগ্রামে এক রেমিটেন্স যোদ্ধা। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের কলিম উদ্দিন ভুঁইয়ার ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় নুরুল আলম সেলিম।
জানা গেছে, গত ১২-১৩ বছর ধরে সৌদি আরবে কাজ করছেন আলাউদ্দিন ভুঁইয়া। তার আয়ে ভালোভাবেই সংসার চলছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-সোমবার দিবাগত রাতে স্ট্রোক করে আলাউদ্দিন ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন।)
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।