কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির পাশে ও সুজাতপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে উদ্ধার করা ব্যক্তিকে (৩৬) অন্য জায়গায় হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সুজাতপুর এলাকা থেকে উদ্ধার করা লাশটি (২২) বাসের ধাক্কায় নিহত।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, লাশ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।