বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি দেশীয় তৈরি এলজিসহ আবদুল্লাহ আল মোতাহের ইসলাম তারেক(২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের রুহুল আমিনের পুত্র।শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন জানান, স্থানীয় লোকজন শুক্রবার রাতে অস্ত্রসহ তারেককে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে ওসি আবুল ফয়সলের নির্দেশে তাকে অস্ত্রসহ নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। তার বিরুদ্ধে একই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে।