কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভর্তি কোটি টাকা মূল্যের ভারতীয় ১৯৪০টি শাড়ি জব্দ করেছে বিজিবি। রবিবার বিকেলে শাড়িগুলো কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সাহেবের টিলা এলাকা থেকে একটি পিকআপ জব্দ করা হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে ১৯৪০টি ভারতীয় উন্নতমানের শাড়ি পাওয়া যায়। ভারত থেকে পাচার হয়ে আসা শাড়িগুলো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নেয়া হয়।