কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় রাউন্ড গুলি ভর্তি ইউএস পিস্তলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত হচ্ছে- নোয়াখালী চাটখিল উপজেলার বানশা গ্রামের হেদায়েত উল্যাহর পুত্র রায়হান উদ্দিন রাসেল (২৮), একই উপজেলার বাবুপুরের আবদুল মালেকের ছেলে ইয়াছিন (৩১) ও পূর্ব আবু তালেব গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (২০)।
রবিবার রাতে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই কৃমল কৃষ্ণ ধর ও এএসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ইউনিয়নের সুজাতপুর মসজিদের সামনে থেকে রবিবার রাতে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।