বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আহসান উল্যাহ উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের বাসিন্দা।
রবিবার সন্ধ্যায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকা থেকে তাকে আটক গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি ৭.৬৫ এমএম পয়েন্টের একটি পিস্তল পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।