স্টাফ রির্পোটারঃ
জেলার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক চালক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বড়কুল হাট গ্রামে নিহত আনোয়ারের বাড়ি। তিনি মৃত রাজা মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির মিয়া বলেন, চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক আনোয়ার হোসেন নিহত হন। আহত হন অপর তিনজন। তাদের উদ্ধার শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।