এন এ মুরাদঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বনামধন্য ধর্মীয় বিদ্যাপিঠ ছৈয়দপুর কামিল মাদ্রাসার ৮৪তম ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন ।
মঙ্গলবার (২২মার্চ) আছর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ওলামা পীর মাশায়েখদের আলোচনার মধ্যে দিয়ে অর্ধরাত্রিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।
ছৈয়দপুর কামিল মাদ্রাসা’র মুহাদ্দিস মাওলানা আবদুল লতিফ এর সঞ্চালনায় মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ ফিরোজ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গাজীপুর- টঙ্গী আবদুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা শরীফুজ্জামান রাজিবপুরী,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছৈয়দপুর কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মুফতি, মুহাদ্দিছ,মাওলানা আবু তাহের মোঃ ছালেহ উদ্দিন পীর সাহেব। তিনি বাদ মাগরিব থেকে তাসবীহ তায়ালিমসহ গুরুত্বপূর্ণ নসিহতের বয়ান পেশ করেন।
প্রধান বক্তার আলোচনার পূর্বে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ’কে ক্রেস্ট প্রদান করেন ছৈয়দপুর কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মুফতি, মুহাদ্দিস, আবু তাহের মোঃ ছালেহ উদ্দিন পীর সাহেব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইছমাইল। এসময় উপস্থিত ছিলেন- বড়শালঘর ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।