অন্তর্জাতিক ডেস্কঃ
ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে। বাতাসের কারণে অগ্নিনির্বাপন কর্মীরা চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না। তারা জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে দাবানলের গতিও বাড়ছে বলে কর্মীরা জানিয়েছেন। লস অ্যাঞ্জেলসের আড়াই শতাধিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর সিএনএন ও বিবিসি’র
ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ মাইল হবে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই পর্যন্ত ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভেনচিউর কাউন্টিতে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। ৯০ হাজার একর ভূমিতে দাবানল বিস্তৃত হয়েছে। পাহাড়ি এলাকায়ও দাবানল দেখা গেছে। এর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। অগ্নিনির্বাপন কর্মীরা জানিয়েছেন, বুধবার তারা বিরতি দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বাতাসের গতিবেগ বাড়ায় দাবানল আবারো ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে দাবানলকে উস্কে দিচ্ছে বাতাস। ওজাই উপত্যকার বিভিন্ন শহরে এখন উদ্ধার অভিযান চলছে। এই উপত্যকার চারদিকে দাবানল দেখা যাচ্ছে বলে স্যাটেলাইটে ধরা পড়েছে। লস অ্যাঞ্জেলসের অগ্নিনির্বাপন বিভাগের প্রধান ডারিল ওসবি জানান, অন্যান্য রাজ্য থেকে দাবানলে ব্যবহূত ৩শ’ ইঞ্জিন আনা হচ্ছে। সেখানে বুধবার পর্যন্ত ১৪০ বর্গমাইলজুড়ে দাবানল বিস্তারলাভ করেছে।