জাতীয় ডেস্কঃ
জবাবদিহিতার অভাব হলে দুর্নীতি চেপে বসে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রয়োজনে জীবন বাজি রেখেই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা হবে।
বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো দেশে দীর্ঘদিন সামরিক শাসক ও গণতন্ত্র অনুপস্থিত থাকলে দুর্নীতি হবেই, কিন্তু ছোটখাটো অনিয়মের সমাধান সম্ভব।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বৈরশাসন প্রতিষ্ঠা পেলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্নীতি শেকড় গেড়ে বসে। তাই বর্তমান সরকার গণতন্ত্র সমুন্নত করে মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর ।