খেলাধূলা ডেস্ক:
বিশাখাপত্তনমে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট জমে উঠেছে। মায়াঙ্ক আগারওলার ২১৫ ও রোহিত শর্মার ১৭৬ রানের কল্যাণে ৫০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।
জবাবে নিজেরদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১৬০ ও কুইন্টন ডি কক ১১১ রান করেছেন। ভারত প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে আছে। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট নিয়েছেন।
আগের দিনের ৩ উইকেট হারিয়ে ৩৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই স্পিনারের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে ডিন এলগার। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিও। ডু প্লেসি ৫৫ রানে আউট হলেও লড়াই থামাননি এলগার। ১৬০ রানে জাদেজার বলে পুজারাকে ক্যাচ দিয়ে ফিরে যান এলগার। ডি কক ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।