খেলাধূলা ডেস্ক:
ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে আগামী ২৫ অক্টোবর। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।
ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরের জন্য টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট লিগে দুই রাউন্ড খেলবেন। টেস্ট দলের ক্রিকেটাররা খেলবেন তিন রাউন্ড।
ঠিন সফর হবে এবং তার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটা মাথায় রেখেই কিন্তু আমরা দুইবার দল পাঠিয়েছি ভারতে। ২৫ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে আমাদের।’