আন্তর্জাতিক ডেস্কঃ
জাপানের মধ্যাঞ্চলীয় একটি জনপ্রিয় পর্যটন শহরে শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় অনেক ঘরবাড়ি মাটিচাপা পড়েছে। এই ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। ৪৮ ঘণ্টা ধরে প্রবল বর্ষণের পর সেখানে এই ভূমিধসের ঘটনা ঘটল।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, টোকিওর দক্ষিণ-পশ্চিমের আতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশকিছু ভবন ভেসে যায় এবং আরো অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর এ ভূমিধসের সময় অনেক মানুষকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়।
এ দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা বলেছেন, ‘আমি বিকট শব্দ শুনতে পাওয়ার পর ভূমিধস দেখতে পাই। সেখানের লোকজন উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীদের ডাকা হয়েছে। এ সময় আমি দৌঁড়ে উচু ভূমিতে চলে যাই।’
পরে, আমি ফিরে এসে দেখি সেখানে অনেক ঘরবাড়ি মাটিতে চাপা পড়েছে এবং মন্দিরের সামনে রাখা গাড়িগুলো ভেসে গেছে।
আতামি নগরের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। আবার কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়।
এদিকে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে এ অঞ্চলের দুই হাজার আটশর বেশি ঘরবাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে। যেখানে ভূমিধস হয়েছে সেই এলাকায় রেলসেবাও বন্ধ রয়েছে।