জাতীয় ডেস্কঃ
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই দেশে গণতন্ত্রের শুভসূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেছেন,জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত দিয়ে দেশের গণতন্ত্রের শুভসূচনা হয়েছিল। আজ যারা দেশ চালাচ্ছেন তারা গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে। সেদিন বেশ দূরে নয় যেদিন এদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় নামাবে।
জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। ফরিদপুর শহরে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল মঈন খান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ মোদারেরছ আলী ইছা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া পিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জু্লফিকার হোসেন জুয়েল, আইনজীবী হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মঈন খান আরও বলেন, স্বাধীনতার পর দেশ আজ গণতন্ত্রের চরম সংকটময় সময় অতিবাহিত করছে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন, শহীদ জিয়ার আদর্শকে লালন করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে দেশের লুটেরা ও গণতন্ত্র হত্যাকারীদের ক্ষমতা থেকে রাস্তায় নামাতে হবে।
সভায় উপস্থিত সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগমুক্তির দোয়া প্রার্থনা করেন বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য।