বিনোদন ডেস্কঃ
২ বছর প্রেম করার পর এবার বিয়ে করছেন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সাথে বাগদান সম্পন্ন করেন তিনি। ইনস্টাগ্রামে হাতে আংটি পরা একটি ছবি শেয়ার করেন ৪৯ বছর বয়সী এই তারকা। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে জেনিফার লোপেজের অনামিকায় হীরের আংটি। তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স। পেশায় একজন বেসবল খেলোয়াড় অ্যালেক্স।
২০০২ সালে সিনথিয়া নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ২০০৮ সালে বিচ্ছেদ হয় তাদের। অন্যদিকে জেনিফারের চতুর্থ বিয়ে এটি। ২০১৪ সালে তার তৃতীয় স্বামীর সাথে বিচ্ছেদ হয় তার। এরপর অনেকদিন তেমন সম্পর্কের কথা শোনা না গেলেও ২ বছর আগে অ্যালেক্সের সাথে সম্পর্ক শুরু হয়।
কিছুদিন আগে প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেমের ২ বছর পূর্তি উদযাপন করেছেন মার্কিন এই গায়িকা। আর এর ঠিক পরই বাহামাসের বাকেরস বে-তে অবসর সময় কাটাতে গিয়ে বাগদান সম্পন্ন করেছেন এই জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে তাদের বাগদানের ছবিটি দেখে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন তারা।