ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন আপনার হ্যান্ডসেট বৈধ কি না

তথ্য প্রযোক্তি ডেস্কঃ

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটে সয়লাব। এসব হ্যান্ডসেট কিনে প্রতারিতও হন অনেকে। আপনি যে হ্যান্ডসেটটি ব্যাবহার করছেন সেটটি আসল না নকল; কিংবা এটি কোথায় তৈরি হয়েছে তা জানা যাবে একটি কোড টাইপের মাধ্যমে। সম্প্রতি দেশে এমন একটি পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে আপনি অবৈধ মোবাইল ফোন শনাক্ত বা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করতে পারবেন।

আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করতে প্রথমে হ্যান্ড সেটটির আইএমইআই বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন।

এই পদ্ধতিতে না পাওয়া গেলে *#০৬# ডায়াল করুন। এতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন।

এরপর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ (16002) নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি এসএমএস বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতারাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

জেনে নিন আপনার হ্যান্ডসেট বৈধ কি না

আপডেট সময় ০১:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
তথ্য প্রযোক্তি ডেস্কঃ

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটে সয়লাব। এসব হ্যান্ডসেট কিনে প্রতারিতও হন অনেকে। আপনি যে হ্যান্ডসেটটি ব্যাবহার করছেন সেটটি আসল না নকল; কিংবা এটি কোথায় তৈরি হয়েছে তা জানা যাবে একটি কোড টাইপের মাধ্যমে। সম্প্রতি দেশে এমন একটি পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে আপনি অবৈধ মোবাইল ফোন শনাক্ত বা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করতে পারবেন।

আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করতে প্রথমে হ্যান্ড সেটটির আইএমইআই বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন।

এই পদ্ধতিতে না পাওয়া গেলে *#০৬# ডায়াল করুন। এতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন।

এরপর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ (16002) নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি এসএমএস বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতারাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ।