বিনোদন ডেস্কঃ
অবশেষে শেষ হলো প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে। শনিবার ক্রিশ্চিয়ান রীতিতে জোনাস ঘরণী হলেন বলিউড সুন্দরী। ভারতের যোধপুরে উমেদ ভবন প্যালেসে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের নানা ধরণের রীতিনীতির আপডেট আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ব়্যালফ লৌরেনের টুইটে বিয়ের খবর নিশ্চিত হওয়া যায়। যদিও এখন পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের কোনো ছবিই প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: ইন্টারনেট
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের সময় ডিজাইনার রালফ লরেনের ডিজাইন করা সাদা গাউন পরেছেন প্রিয়াঙ্কা। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন হয়েছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিতদের কোনো ফোন বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি অনুষ্ঠানে।