ধর্ম ও জীবনঃ
রাজধানীর উত্তরায় ফের বিক্ষোভ করছে তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজট দেখা দেয়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জুবায়ের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
প্রসঙ্গত, শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ইসমাইল মণ্ডল নামে এক মুসল্লি নিহত হন।