বিনোদন ডেস্কঃ
লামিয়া ইসলাম অনন্যার ‘জ্বালাইয়া গেলা’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তমা মনি। ঈদ উপলক্ষে সঙ্গীতা মিউজিকের ব্যানারে আজ ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটি।
সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গীত আয়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওতে তমা মনির কো-আর্টিস্ট হিসেবে দেখা যাবে মডেল সাগর আহমেদকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ করা হয়েছে।
গানের মডেল হওয়ার অভিজ্ঞতা জানাতে তমা মনি বলেন, অনন্যা আপুর গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি। আর প্রথমবার কোন গানের মডেল হিসেবে এতো সুন্দর একটা কাজ করা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়।
এদিকে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ২য় বর্ষে পড়াশোনা করছেন তমা মনি। এই মুহূর্তে স্টিল ফটোশুট নিয়ে কাজ করলেও মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম ও নাটকে কাজ করার ইচ্ছে আছে তার।