অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে জ্বালানী তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বনধ পালন করেছে ২২টি বিরোধী দল। ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছিল এটি। অনেকটা অচল হয়ে পড়ে কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা ও বিহার।
বনধ চলাকালে সংঘর্ষ হয়েছে গুজরাট ও বিহারে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বনধ মানাতে শক্তি প্রয়োগের চেষ্টা করায় সেখানে সংঘর্ষ হয়েছে।
বনধের প্রভাবে জ্বালানি তেলের মূল্য ২ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্র প্রদেশ ও রাজস্থান সরকার।
তবে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, ‘উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমিয়ে দেয়ায় দাম বাড়ছে। এটি আমাদের আওতার বাইরে।’
মানুষের কষ্ট হলেও বিরোধী দলের কর্মসূচিতে তারা সমর্থন দেয়নি বলেও দাবি করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীরা সরকারের কিছু করার নেই বললেও কেন্দ্রীয় তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন বিজেপি প্রধান অমিত শাহ।