খেলাধূলা ডেস্কঃ
শিরোপা লড়াইয়ের ম্যাচে টস ভাগ্য হেসেছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে। টস জিতলেও আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ডাবলিনে মালাহাইডে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হতে যাচ্ছে ম্যাচটি।
তবে বাংলাদেশের জন্য একটি খারাপ খবর হচ্ছে ফাইনালে সাকিব আল হাসান খেলছেন না। তাকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি জানান, সাকিবকে ছাড়া জয়ের সামর্থ্য আছে দলের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, সুনিল আমব্রিস, ড্যারনে ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রেমন রিফার, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।