খেলাধূলা ডেস্কঃ
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে দুই পরিবর্তন আনা হয়েছে। তাসকিনের পরিবর্তে অভিষেক হচ্ছে শরিফুলের। আর মিঠুনের পরিবর্তে খেলবেন মোসাদ্দেক।
আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।
আজ জিতলে অর্জনের তালিকায় আরও বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে।
বাংলাদেশ অবশ্য সিরিজ জয়কেই পাখির চোখ করছে। আজ সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে তামিম বাহিনী। মিরপুর স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়।
তীব্র গরমে প্রথম ম্যাচ খেলার পর গতকাল বিশ্রামে ছিল স্বাগতিকরা। হোটেলে জিম, সুইমিং তথা রিকভারি সেশনে সময় কেটেছে সবার। গতকাল শ্রীলঙ্কা দলের মাত্র তিন ক্রিকেটার অনুশীলন করেছিলেন।