খেলাধূলা ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। এই সফরে রয়েছে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে স্পোর্টস ক্লাব মাঠে।
করোনা ভাইরামের কারণে এই সিরিজও হবে জৈব-সুরক্ষা বলয়ে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে না।
আগামী ২৮ জুন রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। তবে সফরটিতে কোয়ারেন্টিন থাকছে মাত্র এক দিনের।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই থেকে। যেখানে ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।
টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দেড়টা), টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি শুরু দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা)।
এই সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে ৩ ও ৪ জুলাই হবে দুই দিনের ম্যাচ। ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ।
২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।