কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোটের জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার দিকেই শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা মহানগর শিবির সভাপতি শাহ আলম ও সাবেক শিবির নেতা আতাউর রহমান সরকারের নেতৃত্বে প্রায় ৫ সহাস্রাধিক নেতাকর্মীর একটি মিছিল প্রবেশ করে।
এসময় তাদের হাতে জামায়াত নেতাদের মুক্তির দাবি-দাওয়া সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড ও মাঠে নিজামী-সাঈদীর ছবি সম্বলিত বেলুন উড়তে দেখা যায়।