বিনোদন ডেস্ক:
দুই ফুটবলারের স্ত্রী সোশ্যাল সাইটে রীতিমতো কোমর বেঁধে ঝগড়া করছেন। আর সেই টুইটই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির স্ত্রী কোলিন রুনি অভিযোগ করেছেন যে, আরেক ফুটবলার জ্যামি ভার্দির স্ত্রী রেবেকা ভার্দির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ তাঁর ব্যক্তিগত গল্প ফাঁস করছেন।
তিনি টুইটারে লেখেন, ‘কয়েক বছর ধরে আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ আমাকে অনুসরণ করছে এবং ধারাবাহিকভাবে আমার ব্যক্তিগত পোস্ট এবং কথোপকথন দ্য সান সংবাদপত্রের কাছে ফাঁস করে দিয়েছে। আমার সম্পর্কে, আমার বন্ধুরা এবং আমার পরিবারের অজান্তেই বিনা অনুমতিতে ওই পত্রিকার কাছে অনেক তথ্য দেওয়া হয়েছিল।’
ওয়েন রুনির স্ত্রীর মতে, জেমি ভার্দির স্ত্রী ব্যতীত অন্যান্য ফলোয়াদের তিরি ব্লক করে দেন। সুতরাং, সন্দেহের তীর রেবেদা ভার্দির দিকেই যায়।
কোলিন রুনি বলেন, ‘আমি সমস্ত মূল গল্পগুলি সংরক্ষণ করেছি এবং স্ক্রিনশট রেখেছি যা স্পষ্টভাবে প্রমাণ করে যে কেবলমাত্র একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই এগুলি দেখা হয়েছে। আর সেই অ্যাকাউন্টটি রেবেকা ভার্দির।
এমন দোষারোপের জবাবে ভার্দি পত্মী কোলিন রুনিকে উদ্দেশ্য করে টুইট করেন, ‘যখন আপনি বুঝতে পেরেছিলেন যে এটি ঘটছে, তবে আপনি আমাকে এই ব্যাপারে জানাতে পারতেন। তাহলে আমার পাসওয়ার্ড পরিবর্তন করে আমি দেখতাম যে এই ঘটনার পরিবর্তন হয়েছে কিনা।’
ব্রিটিশ টিভি রিয়েলিটি শোয়ের এই প্রাক্তন তারকা রীতিমতো ক্ষুব্ধ স্বরে বলেন, ‘আমি একজন সেলিব্রিটি, আমাকে এসব থেকে রেহাই দাও! এই অভিযোগে আমি খুব বিরক্ত, আমি গোটা বিষয়টির সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছি।’
দুই ফুটবলারের স্ত্রীর এই বাকযুদ্ধ নিয়ে স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স রসিকতা করে একটা টুইট করে, ‘আমরা এই বিষয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি।’