জাতীয় ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফের হাবিরছড়া পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হোসেনকে নিয়ে শনিবার ভোরে হাবিরছড়া পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনের লাশ, তিনটি আগ্নয়াস্ত্র, ২ হাজার ইয়াবা ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।