তবে অর্ধশতকের পরই অভিষিক্ত জুবায়ের মায়ারকে (৫২) ফিরিয়ে দেন। পরের ওভারে রুবেল হোসেনের বলে টেইলর (৬৩) মুশফিকের তালুবন্দি হলে ফের ম্যাচে ফিরে টাইগাররা।
প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। রেগিস চাকাভা ১ রানে আর এল্টন চিগুম্বুরা ০ রানে ব্যাট করছেন।
এর আগে মিরপুরে টস জিতে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেটে করে ২৫৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮২ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মুশফিকুর রহিম ৭৭ এবং অধিনায়ক মাশরাফি ঝড়োগতির ৩৯ রান করেন।
বাংলাদেশ ইতোমধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজের করে নিয়েছে। এখন তারা চাইছে হোয়াইটওয়াশ করতে। অন্যদিকে, সফরে একটি হলেও সান্ত্বনার জয় পেতে মরিয়া জিম্বাবুয়ে। তারা টেস্ট সিরিজেও ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।