খেলাধূলা ডেস্কঃ
বর্তমানে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়রাই শরীরে ট্যাটু লাগিয়ে থাকেন। অনেকের পা থেকে শরীর ও হাত সব জায়গায় ট্যাটু লাগানো থাকে। মোটকথা, এটা এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে সেটি যেন ভালো চোখে নিচ্ছে না চীনা ফুটবল কর্তৃপক্ষ।
তারা ফুটবলারদের প্রতি নির্দেশনা জারি করেছে, ‘সমাজে ভালো উদাহরণ তৈরি করতে গায়ে ট্যাটু আঁকা যাবে না।’ অর্থাৎ ট্যাটু থাকলেও তা মুছে ফেলতে হবে। আর নয়তো কাপড় দিয়ে ঢেকে মাঠে নামতে হবে। তবু, কোনোভাবেই খেলার মাঠে ট্যাটু প্রদর্শন করা যাবে না। জাতীয় ফুটবলারদের প্রতি এমন নির্দেশনাই দিয়েছে চীনা প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সমাজতান্ত্রিক দল দেশের ভেতর বিশুদ্ধতা অভিযান শুরু করেছে। সেটিরই অংশ হিসেবে চীনের ফুটবল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।