জাতীয় ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় ৫ হাজার ৪৬টি মামলা ও ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ৪৪টি গাড়ি ডাম্পিং ও ৮৪৩টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানিয়েছে, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫০টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯৪৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮৮৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৩টি মোটরসাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩৯টি মামলা করা হয়।
রবিবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।