আন্তর্জাতিক ;
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের মধ্যেই সোমবার দিল্লিতে আবারও বিক্ষোভ হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এই বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আনন্দবাজারের খবরে বলা হয়, দিল্লির উত্তর-পূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তাতে রতনলাল নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় দিল্লি পুলিশের একজন কনস্টেবল নিহত এবং একজন জেলা প্রশাসক (ডিসিপি) আহত হয়েছেন। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। যানবাহন ও দোকান জ্বালিয়ে দিয়েছে। দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসার কয়েক ঘণ্টা আগে এই সহিংসতা ঘটে।
সোমবারই সপরিবারে দুদিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে আমেদাবাদ হয়ে আগরা গিয়েছেন তারা। সেখান থেকে দিল্লি যাবেন। তার মধ্যেই পরিস্থিতি এমন চরম আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে।