জাতীয় ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির পুনরাবৃত্তি। এর দ্বারা প্রমাণ হয়েছে, দেশে নির্বাচনীব্যবস্থা ভেঙে পড়েছে।
ডাকসু নির্বাচন সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানেও ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ঘটনার পুনরাবৃত্তি জাতি দেখল। সাধারণ শিক্ষার্থীরা সরকারি ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুন্ডামি ও সন্ত্রাসের প্রতিবাদ করেছে। যে অনিয়ম ঘটেছে আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আবারও প্রমাণিত হলো আসলে নির্বাচনব্যবস্থাটাই ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’
সোমবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সেখানেও সাধারণ মানুষ অংশ নেয়নি। মানুষ নীরব প্রতিবাদ হিসেবে ভোট দিতে যায়নি।’
বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে ফখরুল জানান, জনগণের সঙ্গে গণসংযোগের জন্য তারা বিভাগীয় ও জেলা শহরগুলোতে সভার আয়োজন করবেন।